আমিও সভ্যতা পড়ি,
আমিও কোরান পড়ি, বাইবেল পড়ি,
আমিও গীতা পাঠ করি, ত্রিপিটক পড়ি,
মার্কসবাদ, লেনিনবাদ, সমাজতন্ত্র আত্বস্ত করি।
আমিও গভীর রাতে গোল চশমার ফাঁকে জ্ঞান গর্ভে মাতি।
আমিও তোমার ধর্ষিত খবর পত্রের নান্দনিক কাব্য রচনায় পাশবিক সুখ পাই।
জরাজীর্ণ রাষ্ট্রের মত,
আমিও তোমার বুভুক্ষু অন্নের পাতে লালাতুর থাবা মারি।
আমিও তোমার ছেঁড়া জামার ফাঁকে আড়চোখে চাই,
অভুক্ত কুকুরের মত জিভ বের করে লালা ঝড়াই,
কল্পনায় আমিও তোমার সুডৌল স্তন চিবিয়ে খাই।
গোপন পকেটে হাত রেখে
দাঁতে দাঁত চেপে আমিও সুশীলদন্ড কচলাই।
রাত্রির অমানিশায়
গোপন কক্ষে খোলস বদল করে
আমিও তোমার বস্ত্রহীন যৌনতায় থাবা বসাই।
কামুক উত্তেজনায় তোমার যৌনাঙ্গ চিঁড়ে ফেলতে চাই।
আমিও তোমার রক্তাক্ত যৌবন আঁচড়ে খামচে পাশবিক সুখ পাই।
তারপর,
আমিও মিছিল করি,
আমিও তোমার অধিকার রচনায় দীর্ঘ লাইনে দাঁড়াই।
আমিও ঝাঁজালো শ্লোগান তুলি,
আমিও তোমার কান্নায় কণ্ঠ জড়িয়ে
হিপোক্রেট সমাজের বিচার দাবিতে সোচ্চার হই।
আমিও স্বচ্ছ জলের মত পাত্রে পাত্রে হায়েনার রুপ বদলাই।
"হিপোক্রেট"
- স্যামুয়েল রনো -