আমি বোতল বড় ভালোবাসি, বোতল বড় ভালোবাসি।
বোতল কেউ আমাকে অফার করলে
     শত দুঃখে ও আমি হাসি।
যখন ঘরের অভাব আমায় জ্বালিয়ে মারে,
গিন্নি আমায় তুলোধোনা করে।
আমার পেটে ক্ষিদে, পিঠে কথার চাবুক,
কিন্তু বোতল আমায় বানায় ভাবুক।
গিন্নির কথার ছ্যাঁকা আমার লাগেনা গায়ে
        শুনি যেন মোহন বাঁশি!
মাঝে মাঝে নেশার ঝোঁকে পেটায় বউ-ছেলে-মেয়ে।
আমার দিন কেটে যায় বিনা খাওয়ায় শুধুই ঘুমিয়ে।
ভাবি এর চেয়ে আরাম এ বিশ্বেতে কিছুই বুঝি নাই।
হে বিধাতা তোর চরণে একটু দে না ঠাই।

তারপর রাস্তায় পড়ে থাকি মদের ঘোরে
কুকুর এসে মুখে হিসি করে।
আমি শিব জ্ঞানে করি জীব সেবা।
আমার মতন আছে উদার কেবা?
কুকুরকেত্তনে ভাবি কী দেব মাহাত্ম্য
পার হয়ে গেল এই খোদার খাসী।
----------