(আমার ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে)
    -সামসুজ জামান
তোরা যে বুকের  আগুন, তোরা যে মাথার মণি।
তোরা কেউ তুচ্ছ নয়কো, তোরা সব সোনার খনি।
তোরা যেন শুদ্ধ বাতাস, তোরা সব সবুজ, কাঁচা।
তোরা যে ভালবাসিস, তোদের জন্যেই আমার বাঁচা।
তোরা সব মায়ায় ঘেরা, তোরা মন মাতিয়ে রাখিস ।
যতদূর যাই না কেন , তোরা তবু কাছেই থাকিস।
মাঝে মাঝে রূপ বদলে তোরা হ’স বাউল বাতাস।
একতারা বাজিয়ে মনে মনকে করিস উদাস ।
কখনও বা মনের মাটি একপশলা বৃষ্টি দিয়ে
ভিজিয়ে নরম করিস, টেনে তোরা নিস ছিনিয়ে।
হয়তো মনের ভুলে বলেছি বেফাঁস কিছু,
অমনি চোখ ভরা জল, লজ্জায় মাথা নীচু।
তখনই আত্মগ্লানি আমাকে দগ্ধ করে।
মরমে যাই মরে যাই, মন যন্ত্রণায় ভরে।
তোরা সব পাগল বলে আমাকেও করিস পাগল,
তোদের দেখে রাগ থাকেনা, ঘুঁচে যায় মনের আগল।
যেদিন আমি থাকব নাকো, খুঁজবি সকাল সাঁঝে।
দেখবি আমি আছি তোদের সবার মনের মাঝে!
---------