ডাস্টবিনেতে থাকে চিঁড়ে,চিনি,ছোলা।
কখন ও বা থাকে বটে আম-আপেল-কলা।
কিন্তু পাগল নয় সে বাড়ির লোক।
শুনে তাই সকলের লাগে যে চমক।
বুঝিনা বাপুরে এর পিছনে কী ধাঁধা!
এরা তো মানুষ বটে নয় গরু-গাধা।
সে বাড়িতে গিয়ে যদি ফ্রীজখানি খুলে
ঠাণ্ডা কি তাজা চাও কখনও বা ভুলে
পাবেনা। কারণ ফ্রীজে বেশ-ভুষা থাকে।
ডীপ ফ্রীজে তারা যত টাকা,সোনা রাখে।
আবার ভাববে তুমি এ কোন পাগল?
পা যদি ঠিকও থাকে, মাথাতেই গোল!
আসল কথাটি যদি শোন যাবে ধন্দ।
ভাবনাটা সে বাড়ির নয় মোটে মন্দ।
ফ্রীজখানি চলেনা, তা পুরোপুরি বাজে।
কেন তাকে ফেলে দেবে? লাগিয়েছে কাজে।
ডাস্টবিনও নয় ওটা নোংরা ফেলার।
নতুন পাত্র সেটা জিনিস রাখার।
নামে ডাস্টবিন বলে যত দোষ তার?
বাতিল ফ্রীজেতে টাকা বল ক্ষতি কার?
------