[ আমাকে দেশদ্রোহী ভাববেন না!আমি মনে-প্রাণে ভারতবাসী। আর আমার রক্তে রক্তে বাংলা মায়ের সোঁদা মাটির গন্ধ! আর সেই সূত্রে বাংলাদেশ তো আমার একান্ত ভাবেই নিজের। কারণ এককালে তো আজকের বাংলাদেশ অবিভক্ত বাংলারই অঙ্গ ছিল।তাই আমার মনের কথা হল - 'সোনার বাংলাদেশ'!
সোনার বাংলাদেশ
তোমার পতাকা আমায় বেসেছে ভালো।
সেখানে আছে মানুষ জাগানো রক্তিম রঙ লাল।
তোমার পতাকা প্রাণ ঢেলে দিয়ে সবুজ সতেজ হয়ে
এমন রাঙালো মানুষকে যে শত্রুর হল কাল।
পদ্মায় আছে সুস্বাদু ইলিশ, গোলায় ভরা ধান।
নদীতে মাঝি, ক্ষেতে-ক্ষেতে চাষী, গায় যে মধুর গান।
গাছ ভরা পাখী করে ডাকাডাকি ফুলেরা মিষ্টি হাসে।
মানুষ সেখানে সবার আপন সবাইকে ভালবাসে।
লাল-সবুজের পতাকাখানি ঘোঁচায় মনের ক্লেশ।
দেশ যে তোমার সোনার বাংলা,সোনার ‘বাংলাদেশ’।।
তার গানের সুরে এমন বাহার ভোলায় ভেদাভেদ।
দুঃখ-কষ্ট থাকলে পরেও জমতে দেয়না ক্লেদ।
কলুষতা ঠাঁই পায়না কারও মনের গোপন কোনে।
বিবাদ-বিভেদ হয় না বড়, মধুর আলিঙ্গনে।
তার বাতাস যে ভাই শুদ্ধ,নিখাদ,সে যে বড়ই মিঠে।
পাল-পার্বণে সবায় বিলোয় মিঠাই,পুলি,পিঠে।
গরীব-ধনীর নতুন পোশাক উৎসবের ওই দিনে।
আপ্যায়নের জোয়ারে তোমার মনকে নেবেই কিনে।
মানুষ সবায় সবার আপন,মনে ভালবাসার রেশ।
বড় প্রিয় দেশ সোনার বাংলা, সোনার ‘বাংলাদেশ’।
-----------