কবিদের বোঝা খুব শক্ত!
কিভাবে ভাবনা-রাশি
গহনে বাজায় বাঁশি,
কখন অজান্তে কার, হয়ে যায় ভক্ত!
এই দেখি বসে আছে যেন ভাঙ্গা হাল!
মনেতে বিশাল ঢেউ,
সাথী যেন নেই কেউ,
এখুনি জ্যোত্স্না রাতে তুলে দেয় পাল!
মন-সৈকত জুড়ে পড়ে আছে বালি!
আশা নেই, ভাষা নেই,
কোথায় হারাল খেই,
এই দেখ নেচে ওঠে, দিয়ে করতালি!
বসে আছে গালে হাত, শুধু পাতা ছেঁড়ে! কোথায় কেজানে কার হয়ে গেল ফাঁসি!
সহসা অন্য ভাব; মুখে তাজা হাসি,
কত কথা, গান লেখে মাথা নেড়ে নেড়ে!
এই সব কবিদের যায় কিগো মাপা!
মনে সাগরের জল,
গভীর, অসীম, অতল,
শান্ত-স্নিগ্ধ রূপে থাকে সব চাপা!
------