নতুন আইন

নতুন আইন জারী হল এখন থেকে দেশে-                                            
শেষটা সবার আগে হবে, শুরুটা হবে শেষে।
যদি না বোঝ কিছুর মানে, তবে বেজায় লাভ!
শত্রুর সঙ্গে বৈরীতা নয়, গলায় গলায় ভাব।                                                                                                                                                                                                                                `সে ক্যামনে ভাই?’  প্রশ্ন করলে কাটা যাবে মাথা।
মাথাতে নয়, পাযের নীচে রাখতে হবে ছাতা।
কঠিন ব্যাপার মনে হলে ঠান্ডা বরফ জল
মাথায় ঢেলো কঠিন শীতে, বুঝবে প্রতিফল।
চায়ের কাপে থাকবে আগুন চুমুক দিয়ে খাবে।
দিনের বেলা নাক ডাকিয়ে রাত্রে কাজে যাবে।
ঞ্জানী-গুনী,পণ্ডিতজন পাবে নাকো কোন যতন।
নিরেট বোকা, বুদ্ধু হ’লে পাবে ‘ভারত রতন’!
‘পদ্মশ্রী,’ ‘পদ্মভূষণ’, এসব খোলামকুচি –
কেউ পাবেনা থাকবে যাদের শিক্ষা এবং রুচি।
ভাবনা-চিন্তা কঠিন ব্যামো, থাকো সহজ - সরল;
খাও-দাও-ঘুমোও, মনের কোনে রেখোনা কোন গরল।
বললাম যা, এসব যদি ভাব তুমি সত্যি।
তবে তুমি তো মানুষ ই নও –ভূত,প্রেত, ব্রম্ভদত্যি!
--------