খুঁজি মায়ের মুখ
                 সামসুজ জামান
আকাশের তারার মাঝে খুঁজি মায়ের মুখ।
ও মা,তোমার কথায় আমার ব্যথায় ভরে বুক।
এ তারা হও,ও তারা হও, অথবা সেতারা,
ওখান থেকেই দাও না ঢেলে আমায় স্নেহধারা।  
যে তারাই হও আমায় তুমি কখনও ভুলো না।
এতদিনে কোথাও তোমার পাইনি তুলনা।
সারাজীবন ঘরে অভাব,কষ্টে জীবন ভরা।
তবু তোমায় দেখিনেতো হাসিমুখটি ছাড়া।
বাদলা দিনের আকাশ ফুঁড়ে জাগত যেন চাঁদ।
ও মুখ দেখে তৃপ্তি পেতাম, ভরতো মনের সাধ।
তোমার এত প্রাণশক্তি বলো কোথায় রাখতে?
শত দুঃখ কী দিয়ে, আর কেমন করে ঢাকতে?  
বুঝিনি তাই তোমার প্রতি দিয়েছি অবহেলা।
সারাজীবন ধ’রে কত করেছি হেলাফেলা।  
তবুও হায় কোনদিনই দেখিনি অভিমান।
কোন সে সুতোয় দিয়ে গেলে কী যে মধুর টান?
জানি জানি নীরব র’য়েও দিচ্ছো আশীর্বাদ।
স্নেহ চুমায় দিচ্ছো ঢেলে মনে আহ্লাদ।
--------