দীপ্ত যে প্রাণ আকাশ গাঙে
ঢেউ জাগাল, ফুল ফোটাল,
নিশুত রাতে চাঁদ ওঠালো,
তার দোলে মন উঠল রেঙে।

ফুলের বাসর সুগন্ধেতে
করল দেখ মাতোয়ারা।
মন হারিয়ে পাগলপারা।
উদাস সুরে উঠলো মেতে।

এ রাত তোমার,এ রাত আমার।
বুবুক্ষু মন যাদের আছে,
তারাই পাগল আজকে নাচে।
সঙ্গে বাজে ধ্রুপদ-ধামার।

মাঝে মাঝে আসে এ দিন।
মন হয়ে যায় বেহিসেবি,
মনের পটে তৃপ্ত ছবি।
ধার বাকি নেই,নেই কোন ঋণ।

এ দিন আসুক বিশ্ব জুড়ে।
রোজ কেন এই দিন আসেনা?
আলোয়, ভালোয় সব ভাসেনা?
অসুরে নয়, সব ভরুক সুরে!
-------