তুমি, কাঁদালে কাঁদি আমি,
হাসালে হাসি।
তুমি ভালবাসা ঢেলে দিলে,
মানুষকে ভালবাসি।
প্রভু তুমি মনে থাক,
আমাকে যে ভালবাস ,
তুমি দাও স্নেহচ্ছায়া,
তাই তুমি কাছে আস।
আমার চলার পথে,
প্রভু তুমি প্রেরণা,
দিলেও আঘাত, শোক,
হাসি তবু কেড়ো না।
যখন আঁধার এসে
গলাতে পরায় ফাঁসি –
তুমি,জ্যোতিতে ভরিয়ে দাও,
আলো দাও রাশি-রাশি।
মাঝে-মাঝে সন্দেহ,
মনে ভরে সংশয়,
দু-চোখে আঁধার দেখি,
জাগে তাই বুকে ভয়।
তখনই তোমায় দেখি
দু-হাত বাড়িয়ে দিয়ে
সব গ্লানি মুছে দাও
বুকেতে জড়িয়ে নিয়ে।
তোমাতে নিজেকে সঁ’পে
যখন কাছেতে আসি –
মুছে যায় সব ব্যথা,
আনন্দজোয়ারেভাসি। ---------