দৃষ্টান্তময়ী নারী
সামসুজ জামান
( মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জীর দ্বিতীয়বার শপথগ্রহনের প্রাক্বালে)
মমতা মানে দৃষ্টান্ত, সংগ্রামী এক মন্ত্র।
মমতা মানে অত্যাচারী জব্দ করার যন্ত্র।
মমতা মানে বিধ্বংসী যেন আগুনের গোলা!
মমতা মানে মা-মাটি-মানুষ সকলকে নিয়ে চলা।
মমতা মানে টর্নেডো ঝড় যা ওড়ায় মিথ্যাচার।
মমতা মানে সাদামাটা মেয়ে সোনার বাংলা মা’র।
মমতা মানে বাংলার বুকে নতুন সে এক আশা।
মমতা মানে যার সাথে আছে মানুষের ভালবাসা।
মমতা মানে মমতাময়ী কারো দিদি কারো বোন।
মমতা মানে নিঃস্বার্থ , সরল একটা মন।
মমতা মানে বিরোধীরা কোন কুল খুঁজে পায়না।
মমতা মানে লক্ষ বিপদেও তবু হেরে যায়না।
মমতা মানে রাগী বিমানকে করে দেবে কুপোকাত।
মমতা মানে সূর্য অস্ত ধড়িবাজদের রাত!
মমতা মানে নোংরা আঁতাতে হতে পারে কেউ অধীর।
মমতা মানে যেন অর্জুন লক্ষ্যে বিঁধবে তীর।
মমতা মানে বাংলা মা যে পড়বে নতুন সাজ।
মমতা মানে নতুন সূচনা হাজার অযুত কাজ।
মমতা মানে সকলেই এক হাত হাতুড়ি ও পদ্ম।
মমতা মানে বীরাঙ্গনা তাই সকলেই জব্দ।
মমতা মানে আগানে-বাগানে চারিদিকে ঘাসফুল।
মমতা মানে কাল দিল্লীতে আসবেই তৃণমূল।
মমতা মানে বিরোধীরা সবে গুটোবেই পাততাড়ি।
মমতা মানে আগুনের কণা  দৃষ্টান্তময়ী নারী।
মমতা মানে আঁধারের পরে নতুন সূর্যোদয়।
মমতা মানে সকলের আশীষ, নবদূত, নির্ভয়।
--------