সেদিন একা ফিরছিলাম ভাই নিশুতি এক রাতে
হল দেখা পুকুর পাড়ে দুষ্টু ভুতের সাথে।
টের পেয়েছি তখন,যখন পেলাম কিসের গন্ধ।
ভূত ব্যাটা দেখি নাচছে বেজায় মনেতে কী আনন্দ।
আমি বলি তাকে-‘নাচবি যদি শিরীষ গাছে চল।
‘সেকথা শুনে হঠাৎ দেখি ভূতের চোখে জল!
‘ভূতের সাথে শিরীষ গাছের বরাবরের দোস্তি,
আজকে কেন ওই কথাতে তোর মনে নেই স্বস্তি?
তোদের রাজ্যে সদাই শুনি শিরীষ গাছের নাম
অথচ এখন তোর কেন ভাই কপাল জুড়ে ঘাম?’
প্রশ্ন শুনে দু:খ নিয়ে উত্তর দেয় ভূত –
“জানেন মশায়,আসলে আমিও ছিলাম রাজার পুত! মায়ের সাথে ঝগড়া ক’রে দু:খ নিয়ে মনে,
এক সন্ধ্যেয় চলে গেলাম গভীর সে এক বনে।
দেখতে পেলাম সেথায় আহা!বিরাট শিরীষ গাছ।
গলায় দিয়ে ফাঁসির দড়ি ঘুঁচাই মনের আঁচ!
কিন্তু তাতে আঁচ কমে কই? বাপরে বাপ কী কষ্ট!
শান্তি মোটেও পেলাম নাকো,শুধুই জীবন নষ্ট।
আর কখনও ভুল করে ওই গাছের ছায়া মাড়াই?
কানমলা ভাই, আর কখনও ওই পথে পা বাড়াই”!
-----