ডলি গঞ্জের ডলি ফেরার
[আন্দামান-নিকোবরের বিভিন্ন জায়গার নাম নিয়ে রচিত হাস্যরসাত্মক কবিতা ]
সামসুজ জামান
ডলি গঞ্জের ডলি ফেরার ‘ফেরারগঞ্জ’ থেকে।
‘নীল আইল্যান্ড’ থেকে নীল জানাল ফোনে ডেকে।
‘মধুপুরে’র মধুবাবু বলল – মিথ্যে ডাঁহা
দেখেছে ওকে ‘লক্ষ্মীপুরে’র লক্ষ্মীরতন সাহা।
‘ভাতুবস্তী’র ভাতুদের সাথে। ‘ডেয়ারী ফার্মে’ গিয়ে
ফিরবে ডলি আজ দুপুরে ডেয়ারী মিল্ক নিয়ে।
তারপর যাবে  রামকৃষ্ণদের বাড়ি ‘রামকৃষ্ণপুর’।
‘বিবেকানন্দপুরে’র  বিবেকানন্দ মেলা ও নয়কো বেশী দূর।
‘সিপ্পিঘাটে’র সিপ্পি আর বাম্বুফ্ল্যাটের বাম্বু
‘শাদীপুরে’র শাদীতে গিয়ে নিয়ে এল তার জ্যাম্বু।
‘নয়াগাঁও’ থেকে সেসব  নিয়ে যাবে সে ‘নয়াশহর’।
‘ওয়ান্ডুর’ থেকে ‘চিড়িয়াটাপ্পু’কত নতুন জিনিসের বহর
সেসব দেখবে আর ও দেখবে ‘কালীঘাটে’র কালী।
সঙ্গে থাকবে ‘কফি বাগিচা’র বাগিচার এক মালী।
না হলে কাচাল হবে ‘কাচাল দ্বীপে’, জংলী ‘জংলীঘাটে’
আর ‘গোলঘরে’তে গোল বাধাবে, যাত্রা উঠবে লাটে।
‘পাহাড়্গাঁও’য়ের’পাহাড়েতে ‘কালাপাহাড়ে’র কালা
‘বৃন্দাবনে’র বৃন্দাকে নিয়ে সামলাচ্ছে অনেক জ্বালা।
সমঝে দেবে ডলি তাদের একটু সুযোগ পেলে।
আর রাস্তা কিছু না পেলে তখন ভরবে ‘সেলুলার জেলে’!
----------