শান্ত অশান্ত সব চোখই খুজে বেড়ায়
আরও কত জোড়া চো‌খের সন্ধা‌নে।
চো‌খের ভাষায় বু‌ঝি‌য়ে দেয়
জোড়া চোখ দু‌টি তার খুব প্র‌য়োজন।
হয়ত সেটা কিছুক্ষন,মাস অথবা বছর দু‌য়েক!
যে চো‌খে চো‌খে মিলন হ‌লে নে‌মে আসত মা‌টি‌তে
আজ তা হন্য হ‌য়ে খু‌জে ভূগর্বস্থ সম্পদ।

বেচা‌কেনার পু‌জিবা‌দি হা‌টে বি‌ক্রি হয় ভাললাগা ভালবাসা
শরীর ও রু‌পের জৌল‌সে হা‌রি‌য়ে ফে‌লে নি‌জের আত্মা।
মহাকা‌লের প‌থে প্রানহীন মৃত‌ কো‌টি কে‌াটি দেহ প্রে‌মি‌ক প্রে‌মিকার ভালবাসার ‌বিলাপ।

সাত স‌াগর সাগর ওপা‌রের বেদনাগু‌লি হানা দেয় আত্নাশূন্য দেহে।
দি‌নে দি‌নে রোগ বাড়‌তেই থা‌কে যা রোগ নির্ণ‌য়ের য‌ন্ত্রে নির্ণয় করা যায় না ব‌লে দেহটা‌কে বল‌ছি জীবত মানুষ।
দৃশ্যমান য‌ন্ত্র অদৃশ্য খবর রাখ‌বেইবা কিভা‌বে?

সু‌খের খু‌জে একবুক থে‌কে অন্যবু‌কে ভালবাসার জোয়া‌রে আ‌বে‌গের বন্যায় প্লা‌বিত হয় দু‌টি শরীর।
অব‌শে‌ষে ম‌নের সুখ দে‌হে অনুসন্ধা‌নের পর না মিলা‌তে অতৃপ্ত মন খু‌জে বেড়ায় আরও দু‌টি চোখ।
এভা‌বেই চল‌ছে আজকা‌লের ভালবাসা।

লিখাঃ ২০২০ সা‌লের ৬ আগস্ট।