ভালবাসা দিব
  ভালবাসা নিব
তার না‌মে যিনি আমার প্রেম
যি‌নি আমার সাধনা, যি‌নি আমার সব।

‌তি‌নি ছাড়া এ আ‌মি বড় নিঃস্ব
বড়ই অসহায়।
তা‌কে না পে‌লে আমার যৌবন
আমার ক‌বিতার ছন্দ
আমার অনুভূ‌তি
আমার শৈশব বিধ্বস্থ হ‌বে।

মহাকা‌লের যাত্রাপ‌থে এখা‌নে কিছু বিচরণ শুধু তা‌কে পাবার আশায়।

‌তি‌নি কা‌ছে আমার
এতটা কা‌ছে
যতটা কা‌ছে আ‌মি আমার নই।
তবুও তা‌কে খুজ‌তে হয়
নি‌জে‌কে খু‌জে পাবার তীব্র তৃষ্ণায়।




তা‌রিখঃ ১৯ জুলাই ২৪
এক‌টি আধ্যা‌ত্মিক ক‌বিতা