তোমার অনুভ‌বে আ‌মি কোলাহ‌লেও একা‌কিত্ব অনুভব করি
তোমার অনুভ‌বে একা‌কি‌ত্বেও আ‌মি সঙ্গতা অনুভব ক‌রি।
তোমার আমার দূর‌ত্বের পদ‌চিহ্ন আঘাত অা‌নে
হৃদ‌য় সমু‌দ্রের তল‌দে‌শে
অশ্রু ঢেউ ও ভিত‌রে সুপ্ত আগুন আছ‌ড়ে প‌ড়ে চো‌খের বেলাভূ‌মি‌তে।
সেখান থে‌কে অশ্রুর ঢেউ নি‌বেদিত ‌হয় সিজদায় তোমার কুদর‌তি পা‌য়ে
সে ঢেউ য‌ত্নে রেখো আগ‌লে রে‌খো
মুছুন কর আমার অশুদ্ধতা।