প্রিয় নবদম্পতি
কিছু লিপি লিখে দিলাম তোমাদের স্মরণে
বন্ধুমহল থেকে তোমাদের বিয়ের বরণে।
বহমান জীবনে সময়ের এই আঙ্গিনায়
তোমারদের মিলন হোক।
রোদের প্রখরতায় একজন অন্যজনের
মেঘ হও।
কেউ রংধনু হলে অন্য জন্য সাত রং হও।
পচন্ড গরমে কেউ বৃষ্টি হও।
পরিবারের বাগানে দুটি ফুল হয়ে ফোট
সুরভী ছড়াও।
দুটি ফুল থেকে আরও অনেক ফুলে ফুলে
ভরে যাক আগামীর ফুল বাগান।
জোৎস্নাময় হোক আগামীর রজনীগুলি
রৌদ্রজ্জ্বল হোক অনাগত দিবসসমূহ।
পাখি ডাকা ভোরে কেউ পাশে থাকুক আজীবন
গোধূলির লালচে আলো কারো মুখে পড়ে তোমার সন্ধ্যা নামুক।
কারো মন পাহাড়ের মত শক্ত হলে
সাগর পাড়ের বাতাস হয়ো।
মন ভেঙ্গে কেউ চৌচির হলে
এক পশলা বৃষ্টি হয়ো।
হৃদয়ের দিগন্ত দিয়ে
পরষ্পর বন্ধু হয়ো।
স্বামী স্ত্রী বন্ধনে
কখনো কখনো প্রেমিক প্রেমিকা হয়ো।
মুষলধারে বৃষ্টি হলে
মনের হরষে বৃষ্টি ছুয়ো।
দুটি সুশ্রী মনের সন্ধিতে তীব্র শুকরিয়ায়
অবনত মস্তকে
লুটিয়ে পড়ো পাক জমিনে।
তারিখ ০৩/০৯/২৪