যখন বু‌ঝে‌ছি মহাকা‌লের এই বিচর‌নে
মানুষ হওয়াই জীবন
তখন প্রে‌মে প‌ড়ে‌ছি।
প্রে‌মে প‌ড়ে‌ছি সাদা কা‌লো ধনী গরীব ও
দেশ দেশান্ত‌রের

প্রে‌মে প‌ড়ে‌ছি কি‌শোর কি‌শোরীর
কোলে থাকা শিশুর
যুবক যুবতীর
ও চামড়া কুচ‌কে যাওয়া মানুষ‌দের।

প্রে‌মে প‌ড়ে‌ছি চো‌খে দেখা না দেখা সকল প্রাণীকু‌লের।
সে প্রে‌মের তাগি‌দে কে‌দেছি কত অমাবস্যা পূ‌র্ণিমায়
অনুভব ক‌রে‌ছি মানুষ হওয়াই জীবন।

লিখাঃ  ডি‌সেম্বর ২৩