দুটি হাত হন্য হয়ে খুজছি আমি
খুজেছি উজান থেকে ভাটি
গ্রাম থেকে গঞ্জ
খুজেছি যে আমি তৃষ্ণার্ত হলে
জল পিলাবে।


আমি দুটি মায়াবী চোখের খোজে
পাড়ি দিয়েছি আলো থেকে আধার
কিংবা আধাার থেকে আলো।
আমি খুজছি এমন দুটি চোখ
আমার চোখ বন্ধ করে রাখলেও নির্বিঘ্নে যার চোখে সব কিছু দেখতে পাব।


আমি চষে বেড়িয়েছি লোকালয় থেকে
নিরব পান্থরে
কাজল কালো মাথাভরা চুলের নেশায়
যে চুলের বেণী নিতম্ব উপর এসে পড়বে।
আমি নিজেকে বেধে রাখব বলে তার চুলের খোপায়।


গোধুলী থেকে সুবহে সাদিক পর্যন্ত খুজেছি
গোলাপের পাপড়ির মত দুটি ঠোট
ভালবাসা গ্রহনকালে যখন তার পদচিহ্ন
একে স্পষ্ট করে দিবে তার কামনাসমূহ।


একটি হৃদয় খুজেছি পূর্ব থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিণে
যেখানে আমার হৃদয়ের মিলন হবে
ব্যাকরনের মত সন্ধির কোনো নিয়ম ছাড়াই।


একটি মানুষ খুজেছি কল্পনায় ও বাস্তবে
নিশিতে ও দিবসে
রৌদ্রের আলোয় কিংবা চাদের জোসনায়
হৃদ‌য়ের জোয়া‌রে ও ভাটায়
যে জন একজন মানুষ খু‌জে।