কখন এসেছো কাছে কেউ তা জানে না
শব্দহীন অশরীরীর মত থেকে গেছো মনে।
তোমার এই অনন্ত আগমন শুকনো পাতার ক্রন্দনের মত শব্দ তুলে মনে।
যা কিছু পেয়েছি আমি তার সবটুকু ভালোবাসা নয়।
ভালোবাসা ছিল বলে যে ভুল আমাকে চেনে
তাকে নিয়ে কাটাব জীবন তোমাকে ভুলে গিয়ে।
তোমার মত আনন্দবিলাসী নই তাই কবিতা লিখে জীবন কাটাই।
মন্দভাগ্য নিয়ে একাই পেরিয়ে যায় মনখারাপের এই নিরক্ষবলয়।
জানি আমি যে মুহুর্ত চলে যায় ফিরে আসে না কখনও।
তবুও আমি বার বার পিছনে ফিরে তোমাকেই খুঁজি।
খুঁজতে খুঁজতে ফুরিয়ে আসে বেলা—
সারা জীবন এ অন্বেষণ, অনিশিত খেলা খেলতে খেলতে
সমগ্র অস্তিত্বে গোপন পিপাসা জেগে ওঠে তোমার নিবিড় আহ্বানে।
গোধূলির বৃষ্টির পরে মনে হয়, কি ভাবে কখন
এত অগনন কথা করছো গোপন।
যেটুকু প্রাপ্য আমার তার সবটুকু কি পেরেছ দিতে?
পরিযায়ী পাখীর মত এ ভালোবাসার বহিঃপ্রকাশ...