বড়ো আন্তরিকতায় কবিকে আমন্ত্রণ দিয়েছিলে
কবিকে ভালোবেসে, ভলোবাসার চৌকাঠে পা রেখেছিলে।
ভালোবাসার অলীক স্পর্শ পেতে ফুটে উঠেছিলো মনে
গভীর-মনন-প্রাঞ্জল প্রতিভাস। কবিতার নতুন পঙক্তি।
ফেলে আসা দাম্পত্যের অপমান নিয়ে জেগে আছে
রাত্রি নিশীথের অব্যক্ত হৃদয়ের হাহাকার।
নতুন করে বাঁচবে বলে এই যৌবন উত্তীর্ণ বয়সে
শিশুর মত আঁকড়ে ধরো কবিকে।
কবি তার বুকের নির্যাস দিয়ে প্রলেপ দেয় তোমার লাঞ্ছিত জীবনের ক্ষতে
কবি তার হাত ও পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ে নিয়ে আসে জল।
তোমার শুকিয়ে যাওয়া নদিতে আসে ভরা কোটাল।
পৃথিবী জানুক, নিয়মের বাইরে একবার যেতে হয়।
অজানা পথের দিকে কিছুটা সময় দাও, পূর্ণিমা না হয় হোক
রাত্রির আকাশে নক্ষত্র সমাবেশে চোখ রাখো স্থির।
দীর্ঘ অভিসারে তোমার চেতনায় যেটা চুম্বন, অধরে জাগে ততটাই আগুন।
নিজের দিকে তাকাও তাহলে সহজে বুঝে নিতে পারবে
প্রকৃতির বুকে মাথা রাখা কাকে বলে...
তুমি যাকে ভালোবাসো সে তো কবি, তোমার প্রেমের সারাৎসার।