নীরবতায় মুগ্ধ হলে দেখো
অনেক বৃষ্টির হাসি লেগে আছে তোমার চোখে।
জেব্রা ক্রসিং এ দাঁড়িয়ে ভাবো —
দিশাহীন জীবন কোথায় নিয়ে যায়?
চিহ্নিত সুখের সন্ধানে দিশেহারা তোমার চাহনি।
উদাস চোখের অর্থ প্রশয়সমান এই ভেবে
তোমার মনে জন্ম নেয় আত্মশুন্যতার গহন অন্ধকার।
অনামি ফুলের গন্ধে তন্দ্রা জড়ানো চোখ
রাত্রির সম্ভবনায় তুমি আলোর অভিমুখে স্থির।
মাঝ রাতে জেগে ওঠে পাখি, স্বপ্ন জাগিয়ে রাখে যৌবনের অনুরাগ।
সীমানা পেরিয়ে কেন ভূল হয় উৎস সন্ধানে?
তবে কেন গর্ভে ধরেছিলে আমায়?
বেশ তো মিলে মিশে ছিলাম রক্তে ও লালায়।
কে তোমার বন্ধু, কে তোমার আত্মীয়, কে দেখাবে পথ।
এখানে কেউ কারও নয়, কেউ খোঁজে না তোমার জন্মকুণ্ডলী।
খুঁজে নিতে হয় জীবনের থেকে দিনযাপনের দিনলিপি...