আমি ছুঁয়ে থাকি শব্দহীন প্রান্তরে তোমার নিঃসঙ্গতা
ছুঁয়ে থাকি তোমার চোখের কাজল,
ছুঁয়ে থাকি তোমার স্মিত ঠোঁটের হাসি।
আমার খরদগ্ধ হৃদয় অবিরাম কেঁদে যায়
যেন বেদনায় বিহ্বল আর্ত এক পাখি।
আলোছায়াহীন দীর্ঘ হাতছানি যেন মুছে দিয়ে যায়
প্রিয় মুখ, প্রিয় কণ্ঠস্বর।
দিকশুন্য চরাচর। জল আর জল।
বুকের গহীনে নীল। বিষাদ কেবল।
দেখা হলে মুচকি হেসে বলো এই নাও আঁচলে জড়ানো আমার বৃষ্টিকথা।
অথচ আগের মত আর তোমার দুই চোখে ঝরে না কৌতুক।
ঠোঁটের কোনায় দেখি শুধু লেগে আছে শান্ত বিষণ্ণতা।
সমস্ত দুপুর ধরে উদ্ভ্রান্ত সেজে তোমার কাছে
শুধু তোমারই আহ্বানে ছুটে আসি তুলে দিতে
ঝরাপাতায় ধরে রাখা কিছু ভুল অভিমান।