ভুল পাখি ভুলে থাকা ভুলে চলে রাত্রি দিন
যেতে যেতে ফিরে আসে সকলি গরল নিয়ে
ভুল ধরে বলা যায় এসবের প্রয়োজন
ছিলনা কখনো কারো মিছে মিছি হট্টগোল
বেহুদা সময় হত্যা করে লাভ নেই কোন
এমনটা হতে পারে তার জন্য দায়ী অন্য
কেউ নয় ভুল তবু পিছু পিছু হেঁটে যায়
যখন যে দিকে মন চায় শুধু যেতে থাকে
ফুলের আহবান ছেড়ে ভুলের অতলে ছুটে
প্রশান্তির কথা বলে মিথ্যের বসত গড়ে
শুরু ভাগে দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারিত হলে
অশুভ আক্রোশ থেকে দূরে থাকা যেত তবে
আর কোন দুঃখ নেই যা আছে থাক না জমা
সামনে অনেক পথ পাড়ি দিতে হবে আজ
একাই এগিয়ে চলা বড় কঠোর কঠিন
ভাবতে যাওয়া কিছু একটা হবার নয়।
অকারণ ছুটাছুটি মতান্তরে ফিরে আসা
এসবের ভিড় ঠেলে কতদূর যাবে বলো
তারচেয়ে ভাল হয় গিরিপথ ছেড়ে চলা
ত্রিমোহনী ঘাটে এসে আপনাকে খুঁজে নেয়া।