শব্দরাজকে সঙ্গে নিয়ে হাঁটছিলাম
যেতে যেতে অনেক দূর চলে গেছি
পেছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই
অপেক্ষা করে রাতুল চরণ পাতে।
মনোভূতিতে রোদের ঢেউ থেমে গেছে
সন্ধ্যার বড় বেশী বাকি নেই নিঃশব্দ
নিকটজন চোখে তাদের প্রচন্ড বিস্ময়
কোথায় আছি ভয়ের শহর হাতে।