নিঝুম নদীর কাছে যেতে চেয়ে ফিরে দেখি
দীঘল রাতের ভাষা ভূমি বেদখল হয়ে গেছে
কোন কথা বলার আগেই
একযোগে সবাই পালটা
কিছু একটা বলে বসছে
যেনো জবাব দেয়া যাবে না
একটি সরল বোকা পাখি যখন যেমন
এ গাছে সে গাছে চুপচাপ সারাটি জীবন
সবকিছু ছেড়ে চলে সময়ের হাতে
তেমন একটা বোকা পাখি হতে চাই আজ
এইতো নিকট ইদানিং সকাল দুপুর।