কুতুব মিনার থেকে শহীদ মিনার
ভাঙ্গা গড়ার এক ইতিহাস তুমি
তুমি কাছে এলে আমি একা হয়ে যাই
লাশ কাটা ঘরে জল কোকিলের কালো
বুক ছিঁড়ে ফেড়ে সেদিনের সব কথা
বেহাল নেশায় রাত তিনটার চোখ
কিংশুক হয়ে ফিরে যেতে চায় যাক
ক্ষতি নেই কোন হিংস্র বাতাস এসে
অনেক দিনের একটা পুরোনো ছবি
কাঁপিয়ে তুলছে ছবিটা হঠাৎ করে
আঁছড়ে পড়ার শব্দ এখন ভীরু
বেদনার মুখে রাত প্রভাতের ছায়া
ফেলছে; বলছে তুমি কাছে এলে কেন ?
তুমি কাছে এলে আমি একা হয়ে যাই
পশু হয়ে যাই অমানুষ হয়ে যাই
আমার ভেতর ভূমিহীন কৃষকের
ভেঙ্গে পড়ার জরুরী খবর পেয়ে
রাতের চেয়ার ছেড়ে উঠে আসে মেঘ
ফুলের আদেশ অমান্য করে তাই
শস্য উজাড় মাঠে ঘাটে নামে ঝড়
পুড়ছে হৃদয় আগুনে দিয়েছি হাত
চার দিকে ঝড় তুমি ফিরে যেতে চাও
যাও ফিরে যাও আমি একা হয়ে যাই
তুমি কাছে এলে আমি একা হতে পারি।
(চমৎকার সাহস)