এই বেলাকার শেষ খেলা যাই খেলে
এই পথে আর এই দিকে আমি নেই
সামনে দাঁড়িয়ে কানাগলি থাকে থাক
আমি যাই যেতে হবে আজ; সব ঠিক
সাজানো স্মরণ সভা পিছে পড়ে থাক
দূরের আকাশ কাছে এসে বলে যাক
আপনার ভিড়ে নেই আপন মিনার কোন
অযথা সময় হত্যা বিনীত কথা বলা
পথ চলা, ক্ষমাহীন আশা তবু
ফিরে ফিরে দেখে নিতে ভালোবাসে
অতীত দিনের অতএব যা বলার
ছিঁড়ে ফেড়ে চলে, চলে নিশি দিন
চলো যাই সখি, সীমাহীন কালাপানি
অপেক্ষা করছে তোমার আমার
মিলিত চোখের ভালোলাগা ক্ষণ
দীল আফরোজ পুণ্য পথ চেয়ে
জেনে নিও ভেতরে ভীষণ ঠিক
বলছি আর যে কোন দিকে নয়
খুব তেজী লাল ঘোড়া এবার ছুটছে
দেখবে শুধু তোমার দিকে
এই বেলাকার শেষ খেলা যাই খেলে
কানা পথে আর নানা দিকে আমি নেই
পেছনে আকাশ হানাহানি হয় হোক
খুব জানি কাঁদবে না কেউ; এসো তুমি।