স্বাধীনতা আছে মাধবীর সহজ সত্য ভাষণে
সামাজিক দীর্ঘ জঞ্জালের সকল তুলে ফেলার
সহজিয়া কারুকর্মের উপায় খোঁজার সময়
দেখছি না কাছে কোথাও তাহলে এখন কি হবে
লড়াই এই ঘরে বাইরে যেখানে সেখানে
বেঁচে থাকার দেশ বাঁচে এমন একটা যুদ্ধের
প্রতীজ্ঞার কাছাকাছি রাত্রিদিন জেগে আছি
সমবেত অঙ্গীকার উচ্চারিত চারদিকে
উর্বশীর রাগ অনুরাগ কেবলি মিথ্যে গরলে
সময়ের মোহে তারপিন ঢালছে মিথ্যে বেঘোরে
জানা নেই তাল বেতাল খেলার জবর খবর
এই ভাব কেড়ে নেবার কৌশল সবই দখলে
ধরপাকড় করে লাভ নেই যেমনটা চলছে
চলবে অধীন কঠিন দিন হতাহত বলাকা
ডানা ঝাপটায় ভুলভাল কাদাজলে মাঝ পথে
কিছুই করার নেই দূর থেকে দেখা দেখি ছাড়া।
(রূপালী জলের করাত)