অতীত শব্দের শহর বেদখল
জমি জমা বেহাত রমনী সাতে পরে
ভোগ করে নেয় যোগের আসন
নিশিদিন চলে কামড়া-কামড়ি

সাহসী কবির হাতের দাঁতের
থাবায় ছোঁয়ায় হঠাৎ নোয়ায় মাথা
আর খোয়া যায় বুকের বেসাত
ভেঙ্গে পড়ে নাকের নথ বাঁকা পথ
সরল ভাষায় খুঁজে ফিরে ঢেউ ঢেউ নদী
এমনি বিপথগামী আজ পাখির ভূবন

শব্দহীন নিঃশব্দ নির্বিকার হয়ে গেছি
ঘটে যাওয়া ঘটনার শিকার আমি, তারপরঃ
কিছুই বলিনি কিছুই করিনি
জ্বলেছি অনেক পুড়েছি অনেক
চুপচাপ একা বড় একা একা
নিয়মের কাছে পরাজিত হলে
এমনটা হতে হয় কিনা ভাষাভূমি
ভুল করে সোজা পথ ভুলে  যায় কিনা ?

আকাশ উদার শব্দ আমার
ভোগের রমণী কোথায় পালাবে ?
শব্দ বিমুখ ভূ-ভাগ চাইনে
শব্দ মুখর ভালোবাসা চাই।

(চমৎকার সাহস)