রোদ দেখলে হাসির ঢেউ খেলে যায়
ঝাউ উদাস চিরল পত্রে নেশা জাগে
কিছু একটা করার ইচ্ছে বেড়ে ওঠে
চুপ থাকার উপায় নেই ভাবান্তর
ঘটে তড়িৎ ভেতর থেকে মাছ রাঙা
সব উড়াল পঙ্খির নায় ভেসে চলে
বৃষ্টি চোখের অধরা ছায়া খেলা করে
দূর দিগন্ত বরফ গলা নদী জলে
অনুরাগের প্রান্তর জুড়ে কানামাছি
ছুঁয়ে যাবার এলাহি কান্ড কুরে খায়
রাত জাগার কাজল কালো সোনাদানা
অতি নিকট জনের কথা ভুলে যেতে
মন চায়না ভুলতে হয় অকারণে
চিত্তরঞ্জন জাবর কাটে পোড়া মুখে
জোড়াতালির হিসাব কষে অবেলায়
চিনে নেবার সময় ছুটে আসে কাছে
রোদ বৃষ্টির ভাবনা নিয়ে বেঁচে থাকা
রক্ত তিলক প্রত্যয় সে যে প্রতিদিন।