প্রতিদ্বন্দ্বী মানে
কানে তুলো দিয়ে আহত মুখে
ঝিম মেরে বসে থাকা নয়
প্রতিদ্বন্দ্বী মানে
হলে বসে একা নির্জনে মনে
ছৌঁ মারা আঁচল টেনে বুকে
জড়ানোর ক্ষুদ্র দৃশ্যাবলীর জাবর কাটা নয়
প্রতিদ্বন্দ্বী অর্থাৎ
কবিতার বাজার দর ওঁৎপাতা চোখে
শব্দের ভালবাসা খুঁজে কথা বলা
প্রতিদ্বন্দ্বী অর্থাৎ
সাবেরার উদনগ্ন যৌবন হাসির
সিরাজী নিয়ে পাতক বন্ধুদের
সঙ্গে দিনান্তে সশস্ত্র লড়াইয়ে
অবতীর্ণ হওয়া।