প্রতিবাদহীন ইচ্ছের কাছে বারবার পরাজিত হয়ে আমি
এই কানাগলি পথটাকে পদাঘাত করে গভীর অরণ্যে যাবো
একতারা হাতে থাকবে কি থাকবে না
ওই সব কথা এখন অনেক দূরে
ক্ষ্যাপা বাউলের গান কণ্ঠে আমার
ক্যামন শোনাবে, লাল সালুর পোশাক
দেখতে যাতাও লাগে যদি দুঃখ নেই
সামনে ঝড়ের রাত থাকলে ক্ষতি কি ?
বেশী জানাজানি করতে গেলে যাওয়া হবে না আর কোন দিনও
ভীরু ভালোবাসা নামক তাসের খেল সব গোলমাল করে দেবে
পরবাসী হবার বাসনা গিলে খাবে ভয়
বন বাদাড়ের সাপ জোঁকের কথা ওঠবে
অনিয়মের আগুনে জ্বলে পুড়ে কালো হবে তবু দেখবে না কেউ
কানাগলির আলেয়া ফিরে এলে কাছে পুরাতন লোভের শিকার
হতে হবে ঠেকানো যাবে না
কোন বাধা মানবে না সে যে
প্রতিবাদহীন ইচ্ছের পাখি উড়ে যেতে যেতে ভুলে যাক সব
আমিও তাহলে যাই সামনে যা আছে তাই থাক জানতে চাইনে।