বছর যায় যায় কবিতা নেই নেই
ধ্বনিতে মুখর সেই কবে থেকে
একদা তুমি ছিলে খুশীর ঢেউ তুলে
তখন সবই ছিল খুব কাছে
কবিতা সেও ছিল কত যে আপনার
নোটিশ ছাড়াই এসে সরাসরি
বলতো একবার দেখ না চোখ তুলে
তোমার কবিতা চুপচাপ সেই
কখন থেকে একা দাঁড়িয়ে দরজায়
সেদিকে ভুলেও তাকালে না তুমি
কি কাজ নিয়ে আমি এসেছি অবেলায় ?
তোমার দুয়ার দেশে কেন আমি ?
সময় অসময় সুরের ঝড় তুলি
তোমাকে যা খুশী তাই বলে বসি
অনেক কাজ তুমি করেছো সেই মত
এভাবে হাজার দিন চলে গেছে
হঠাৎ আজ ক্ষেপে উঠলে কি কারণ ?
নিকট সুদূর পুড়ে ছাই হলো ...
অভীরু মনোভূমি বিষের নদী জলে
হারালো ঠিকানা আশা খোয়া বুকে
আমিও সেই থেকে উধাও নিশি দিন।