বৃষ্টি মাথায় হাঁটছি ভিজে যাবার করুণ
চিত্র দেখার কেউতো নেই সামনে পেছনে
কাকতালিও ভাবেও কিছু একটা ঘটার
কোন সুযোগ হবে না এটা এতোদিন পর
ঠিক মতই বুঝতে বাকি নেই তবে আর
এই ভাবনা এখন কুরে খায় স্মৃতি ঘর
বলা যায় না কখন শুরু হবে ঘুর্ণিঝড়
নৃত্য কলার সুবর্ণ ক্যানভাস চোখে চোখে
দেখে নেবার সরল প্রশ্নপত্র ফিরে আসে
জানা উত্তর ভুলের ভীড়ে খুঁজে মরে সুখ
সারা দিনের ক্লান্তিরা এলোচুলে বসে থাকে
চায় বৃষ্টির হিংস্র থাবা নিশিভোর করে।
আদা জলের নিকটবর্তী প্রভাতী প্রহর
নিত্যদিনের কাজের ভিড়ে রহস্য নির্মাণ
বীর বিক্রম উচ্ছাস ঢেলে সাগর সরিৎ
নীপ বনের আক্রোশ ছোটে নীরব নেশায়।
(রমণীয় স্বাধীনতা)