নির্মেঘ বর্ষার হাসির ফোয়ারা টলমল
নদীর অচেনা রূপের চৌচির কথা মালা
বসন্ত ছোঁয়ার আগেই হঠাৎ দেশান্তর
এমন একটা সময় এখন খুব কাছে
চলছে দাপট দেখিয়ে নিবিড় নিরজনে
সাগর সরিৎ উচ্ছাস বিহীন কাট কাট
ধ্বনির শহর কুশল জানতে বড় বেশী
ব্যস্ততা মাথায় হাঁটছে যে দিক মন চায়
ভাবনা কাতর বৃক্ষের বিক্ষত ছায়াতল
অজানা ইচ্ছের মস্তক মুকুল ঝরে পড়ে
কঠিন কঠোর ঝাঝালো বাতাস বেসামাল
উক্তির জবাব কি দিবে অন্তর ধুকফুক
চাইনে কিছুই প্রকৃতি প্রস্তুত কাটা তারে
ঝুলছে অবশ নাড়ির যন্ত্রণা খালি চোখে
দেখার উপায় নেই যে বেলা খেলা
চটক জলদি দিনাতি দিনের ঘূর্ণিমেলা।