বজ্র বিস্ফার নিকটকাল
আদি অনাদি সবটা জুড়ে
সকলি গড়ল ভেল নাফ নদী
উজান ভাটায় তবু স্থির নয়
জঙ্ঘের দুয়ার ডাকে আয় আয়
অসীম আকাশ ইশারায় ছোঁয়
পারাবত মাটি দিশাহারা চোখে
উদবাহু প্রাণ কেঁপে কেঁপে ওঠে
পবিত্র পথিক নীলাছল পথে
হেঁটে চলে কথা নেই মুখে
যে দিকে পর্বত নিঃশব্দ দাঁড়িয়ে
সেদিকে মাধব খড়গ চূড়ায়
ভূগোল পাঠের আয়োজন বৃথা
শক্তির দাপট বারুদ বৃষ্টিতে
রকেট হামলায় কাছে টানে ।
(রূপালী জলের করাত)