জীবনের একলা দুপুরে ভালোবাসাহীন
মৃত্যু এসে হাত বাড়ায় হৃদয় সমুখে
এবারও বলে কয়ে তারে ফিরিয়ে দিলাম
আগামীতে এলে আর কিনা যাবে না ফেরানো
বয়সের ক্ষমাহীন দাবীর ভীরু দোহাই
মৃত্যুর কঠিন নদীতে জাগাতে পারে না
তোলপাড় কেবলি হাকায় বিশাল বেদনা
যা বলার সবইতো বলা হয়ে গেল
বাকি জীবন এখন, যখন তখন মরণকে
বরণ করার গানে গানে মুখর আজ
কি করে ঠেকাই তাকে বিগত দিনের
মোহন আশার তরুলতা কাছে আর নেই
তার কিছু কথা পেছনে এসে দাঁড়ায় তবু
ঘরের বাধনে ফুটো ছাদে মুখরা আকাশ
লেকের পাড় দিয়ে হেঁটে অবেলা বাড়ি ফেরা
শুকনো বাঁশ পাতা নড়ে চড়ে উঠলে ভয় হতো
গভীর রাত ঠেলে ভোর ছুটতো জানালার দেশে
কিছুই যাচ্ছেনা সাথে তাহলে কি হবে তারপর
ভীষণ নীরব মাটিতে মাটি খামচে পড়ে থাকা।