দুরালাপনীর সেই রাগত কণ্ঠ ভেসে ওঠার
কথা ভুলিনি, ভুলা যায় না, কী করে ভুলি সে কথা ?
অনেক বছর হয়ে গেছে, তাই না - কি বলো ?
পেছনে তাকাতে আমি আর চাইনা আজকে
সামনে যাবার মানুষ, অতীতে অনেক কিছুই
ছিলো কি ছিলো না থাকতে পারে কি পারে না সে কথা
ভাবলে অবাক হবার নানান ঘটনা আসবে
এসব ঘটনা বিহীন আমাকে খুঁজলে পাবে না
যাকগে পেছনে দোরের সাজোয়া নিকট নগর
এবার বলছি তোমাকে দেখতে যাইনি তা নয়!
উদার আকাশ আর জাগর নদীর তীর
হৃদয় অতলে নিয়ে, সামনে নজর ঢেলে
বড়ই একা চুপচাপ হেঁটে গেছি আমি -
সেদিন কোথায় ছিলে তুমি খুব কাছাকাছি
না কি এক হাজার মাইল দূরে ?
ভোর চলে যাবার মিলিত চোখ
হাসির খোয়াব হঠাৎ হারিয়ে ফেলছিলো শুধু
মোহন রাতের গোলাপ খুনের ভাষা ভুলে গিয়ে।
(চমৎকার সাহস)