শোক
পাঁচশ টাকার শোকে
পকেটে হাসে কালো চাঁদ
প্রকাশ্য দিবালোকে
বলছে নিতে হবে দাঁদ।
দূরত্ব
দূরে আছি দূরেই থাকবো
আকাশ মাটির
ব্যবধান কাছে টেনে
পাহাড় সাগর
যেমন থাকছে
রাত উজাড় ব্যথা হৃদয়ে।
যুদ্ধ
যুদ্ধ ছিল তখন যুদ্ধ আছে এখন
যুদ্ধ ঘরে বাইরে যুদ্ধ কথা বলতে
যুদ্ধময় জীবনে যুদ্ধ হয় হোক না
যুদ্ধ থাক না চাই যুদ্ধ নিয়ে চলতে।