এখনো মানুষ আছি মানুষ থাকতে চাই
হারাবার পথ নাই আছে অক্ষররাজি
কবিতা আর যে পারিনে, চরের মানুষ ভীরু নয়
হতে চায় সে আজ তোমার শান্ত নদীর শেষ ঢেউ
পারিনে পারিনে আর যে পারিনে
সন্যাসীর নিঃসঙ্গতা তেড়ে এসে কেড়ে নেয়
ইচ্ছের উচ্ছল রঙ্গিন ছবি
সেই মর্মান্তিক দৃশ্য কেউ দেখে না,
দেখে পরিবাসী চাঁদ
কাগজের কারাগারে বন্দী
জীবন নিয়ে কাটে গোলাপ পাগল রাত
কবিতা আর যে পারিনে, কাছের মানুষ তবু দূরে দূরে
আর ফুলের সোহাগ খোয়ানো সময় হেঁটে বেড়ায়
স্মৃতির মহাসড়ক ধরে
তাই ইদানিং অস্থির বিচঞ্চল দেহমনে
বিষাদের বড় বেশী নাম ডাক শুনি
এসবের অর্থ কি ? কিছুই বুঝি না
জানি অক্ষর বন্দী
কবিতা আর যে পারিনে, সুন্দর দিনের পথ চলা
গানে আর অভিমানে ভরিয়ে দিতে
তোমার আসার কথা ছিল
সেই পূণ্য প্রাণ আশা সযত্ম হৃদয়ে পুষে রাখার
জীবন যাপন আজও ভালোবাসছি
অকারণ অক্ষর বন্দী
কবিতা আর যে পারিনে পারিনে
আর কত কাল চোখ খুললেই দেখতে হবে ধূ ধূ মরু
কৃষ্ণাগ্নির মাঠ কি কারণে?
না না না- আমি আর তা দেখতে চাইনে
এখন মানুষ আছি মানুষ থাকতে চাই
এর বিকল্প নাই।
(চমৎকার সাহস)