সংগ্রামী বুক আর সেই বুকের সাহস চাই
চাই জীবনের সুখে দুঃখে সামনে চলার গতি
পেছনের আলা জ্বালা পেছনেই পড়ে থাক শুধু
ফেলে আসা দিন মান মনে করে লাভ নেই কোন
সাগরের কাছে নদীর কাহিনী বলে কিছুই হবে না
অকারণ এই হাতের সময় বলি দেয়া ঠিক নয়
অতীতের সবখানে ভয়ের শহর জমে আছে
চেনা জানা লোকালয় অচেনা অতিথি হয়ে যাক
পরিচিত মহল অজানা সুখের নিবাসে গিয়ে
আপনার মহৎ জীবন আরও মহৎ হোক
আমিও ভালোবাসা নেই যে পথে সেই পথে যাই
যেখানে আদিম হিংস্র থাবা কেউ বাড়াবে না
ছোঁবে না হৃদয় টানবে না কাছে কথায় কবুল
বুকের সোহাগ উজাড় করার সাধ জাগাবে না
হঠাৎ বাতাসে বিজলী কন্যা, গোলাপ বাগানে ঝড়
তোলার নেশায় বলবে না, এসো মেঘের অধরে যাই
সংগ্রামী বুক আর সেই বুকের সাহস চাই
সেদিনের কথা এখন অনেক দূরে আরো দূরে
হারিয়ে যাবার অতীতে ফেরার লোভ পালিয়েছে
তবু রেখে গেছে বারুদের হাসি পরাজিত ঠোঁটে
সামনে কি আছে দরকার নেই এখনি জানার
সুখ জ্বালাতন ওৎ পেতে থাক আঘাত হানার।