ঘুরে যাই ঘুরে যাচ্ছি
তোমাদের দেখে ঘুরে যাই যেতে হয়
যথাক্রমে রক্ষণশীল মানব
রমণীর চোখ, সাপের ছোঁবল
কুকুরের বিলোল দাঁতের কারুকাজ দেখে
হঠাৎ অন্যপথে ঘুরে যাই
যেতে যেতে ভাবি পথ পালটে বেঁচে গেলাম
ভাবতে ভাবতে একডালা দুর্গ
অবরোধ হয়ে যাবার খবর এলো
ঘাঘর নদী ফতেহাবাদ শিবির থেকে
বেরিয়ে আসছে কারা অচেনা পৃথিবী
লজ্জা হারিয়ে ছুটছে বৈশাখ হৃদয়ে
সেই পৃথিবীর মানুষ আমরা
হাজার রকম দোষের বোঝায়
নেই সোজা তবু মাঠের ফসল
ঘর বাড়ি সরল রূপের বঙ্গনারী
নদীর সোহাগ আকাশ উজাড় আলো
কেড়ে নিতে পারে এমন বুকের পাটা
নেই কারো, যদি থাকে কারো মন!
আজীবন বাঁচা মরার খড়গ হাতে
তৈরী আছি আসুক শকুন বিভূঁইর।
(চমৎকার সাহস)