সরল চোখে ওৎ পেতে থাকার সময় কোথায়
অতীতে ছিলো কিনা তাও জানিনা, ভীষণ ব্যস্ত
ছিলাম তারচে আজ অনেক কাজের ভিড়ে
নিজের দিকেও ফিরে তাকাতে পারিনে আমি
দিনের মাথায় সোজা রাত এসে একচেটিয়া
যা আসে মুখে তাই বলে যায় প্রতিবাদহীন
শুনতে হয় সব কথা, কিছু বলার থাকে না
বলতে গিয়ে বার বার চমকে ওঠে সবই
আনত চোখ জুড়ে নামে বিশাল ঘুম তারপর
পুরনো কায়দায় পরাজিত সৈনিকের পোশাক
ধারালো হাতিয়ার ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে
পেছন দোর খুঁজে বেসামাল হতে হয় কেবলি
এই তো জীবন যাপন এখন
সুদূর সকাল নিকট রজনী
জলের উষ্ণ সোহাগে নদীর নাক ডাকা ঘুম ভেঙ্গে
তবু যে ভোরের আকাশে ছুটে যায় চোখ।