কে যেনো আমার ভেতর হঠাৎ বলছিলো
দক্ষিণ মেরুতে ঝড়ের উৎপাত নেই
সেই কবে যুদ্ধ থেমে গেছে
হাসি আর গানে সুখের প্রতিবেশ
সবগুলো দেশের প্রফুল্ল নরনারী
উড়ায় সুখের পারাবত দূর সুদূর আকাশে
অথচ আমার ঘরের সবটা জুড়ে আছে
বারুদ ভরতি ঝড়ের মৌন মিছিল
গুমোট বাতাস ছুটলেই সদর রাস্তায়
দমাদম নেমে যাবে, কারো কথায়
ফিরে তাকাবে এমন আশা নেই
মিছিলটা তাথৈ এগিয়ে যাবে
যেতে যেতে দিনের প্রথম আলো
ছড়াবে ঘরে পরে চমৎকার সাহস।