দাবী ছিলো মোট কথা হঠাৎ আবার
পায়ে পায়ে সোজাসুজি এগিয়ে যাবার
লাল গোলাপ ছড়ানো সেই দেশে
এই আঁধার খোয়ানো রাত শেষে
রোদে পোড়া মুখ পুড়ে যায় যদি
চুপ মেরে থাকে থাক মরা নদী
দাবীদার আমি, আর কেউ নয়
জানি সামনে দাঁড়িয়ে আছে জয়
নয়তো বিশাল এক পরাজয়
যা হবার হবে নেই তাতে ভয়
দাবী শুধুই একটা সামনে চলার
আজ সজোরে বলবো যা কিছু বলার।