সজল আকাশ নিদ্রহীন রাত উদাসী কান্নার
ভাবনা পাগল মনোভূমি জোর দখলে উত্তাল
সাগর সফেদ ঢেউ ছুঁয়ে চলে উত্তর দক্ষিণ
ফতুর কৃষক ভেজা চোখ মুছে দারুণ সাহসে
আবার এগিয়ে যায় দ্রুত পায়ে জীবন ফটকে
কি আছে কি নেই লুটপাট যাই থাকুক থাক না
দুর্বার কৃষক প্রাণে ভাবান্তর ঘটাতে পারে না
মাথার উপর রোদ বৃষ্টি সৃষ্টি সুখের ভরষা
ঝড়ের এটম তান্ডব ধ্বনি কর্ণ স্পর্শে আসে না বীরের
জাত্যের গৌরব গাঁথা ধন্য পূণ্য জানে প্রতিবেশী
অক্ষয় অমর যুগ যুগান্তর আদিত্য প্রত্যয়ে
আকাশ মাটির কণ্ঠে ভাটিয়ালী বিস্তার বিজ্ঞানে।