বিবাদী জীবনে তুফান এখন কোন দিকে যাই
দরকার নেই কুকুর সমিল দিবস যাপন
আশার নীলিমা উঁচিয়ে সাহস নামিয়ে চলার
মরণ আঘাত হানতে দোষটা কোথায়
আজকে না হয় বাঁচলে কালকে বাঁচার
কি হবে তারচে মরণ কামড় বসিয়ে দাও
কে কোথায় আছে বসে না দাঁড়িয়ে দেখিয়ে দাও
আঁধার নটিনী নেচে কুঁদে ফিরে আলোহীন সবি
দেখিনা কিছুই মাইল মাইল গতিবেগ নিয়ে
ভেতরে বাইরে বেদম ছুটছে কাক কালো রাত
হৃদয় কাঁপছে ভুলে যেতে চাই আহার বিহার
পথের যাতনা বারুদ ভূষিত বুকের মিনার
বাজাও সুখের রাখাল ছেলের আনন্দ বাঁশি
কোথায় পাগলা কানাই লালন মেছের সাঁইজি
আর যে পারিনে বিশাল বিদায় বুকের আরশ
ভেঙ্গে পড়ছে, নীলাঞ্জ যাই বেশ তুমি থাকো।