ফিরে তবে এলে অবশেষ বলে
কিছু আর থাকবে কি করে সাথে
মণিহার খোয়া গেলে সবশেষ
ধরে নিতে বাধ্য হয় দিবালোক
এখন কি নিয়ে ছুটবে পৃথিবী
আগামীর পথে ভাবনা কেবল
কি হতে কি হলো কেউ কি তা জানে
সমূহ ক্ষতির ব্যর্থ অভিমানে
গভীর শোকের ছায়া জলছবি
এঁকে চলে কত কথা বুকে নিয়ে
হায় বোকা পাখি ধোকা খেয়ে আজ
সর্বশান্ত হয়ে গেল স্বপ্নরাজ
এইতো সেদিন শেরপা মাথায়
ছিল তোর নিঃশ্ব বিশ্ব সর্বহারা
ঝড় হয়ে তেড়ে আসে জমকালো
কিছুই করার নেই দেখা ছাড়া।
(রমণীয় স্বাধীনতা)