এই রকম জানিনা কি রকম
দুটি হাত ছাড়া সব গেছে খোয়া
বাকী আছে চালপানির জীবন
সেও চলে যেতে তৈরী এক পায়ে খাড়া
পেছন দিনের হিসেবে কিছুই
অবশেষ নেই আছে কাটা ছেঁড়া
ভুল ভালের শব্দের ছুটাছুটি
কবির কবিতা না তাও হয়নি
মন মাতাল গানের কলি না না
আলোচনা সমালোচনা তাও না
নাকি ফেল মারা গদ্য আর পদ্য
ফুলের বিরাট নামের নেশায়
বুঝি সদাশয় বিভোর ছিলাম
ভাবের খাবিতে বসত নিলাম
আর সেই থেকে আমি ঠিকানা বিহীন
আমার কথারা পরিচয়হীন হয়ে যাক
যাবে নাতো কি করবে বলো ?
লেখালেখি শেষ এবার তাহলে
লেখার একলা পাখি যায় উড়ে যাক
কেউ কলমটা নিয়ে আমাকে বাঁচাও।